জরুরি অবস্থায় ৪শ’ ডলার খরচের সামর্থ্য নেই ৪০ শতাংশ আমেরিকানের

যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্ভের হিসাব অনুযায়ী, কোনো জরুরি পরিস্থিতিতে ৪শ’ ডলার নগদ, সঞ্চয় বা ক্রেডিট কার্ড থেকে ব্যয় করার সক্ষমতা নেই প্রায় ৪০ শতাংশ আমেরিকানের (প্রাপ্ত বয়স্ক)।

এদের মধ্যে ২৭ শতাংশ ধার করে বা কোনো কিছু বিক্রির মাধ্যমে ৪শ’ ডলার ব্যবস্থা করতে পারবেন। কিন্তু ১২ শতাংশ কোনোভাবেই এই টাকার সংস্থান করতে পারবেন না। ফেডারেল রিজার্ভস ২০১৮ রিপোর্ট অন দ্যা ইকোনোমিক ওয়েল বিইং অব ইউএস হাউজ হোল্ডস থেকে এই তথ্য জানা গেছে।

এছাড়াও, আরও ১২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা জানিয়েছে ৪শ’ ডলার ব্যয় করতে হলে তাদের পক্ষে মাসের অন্যান্য খরচা বহন করা অসম্ভব হয়ে উঠবে।

২০১৭ সালে প্রকাশিত ফেডারেল সার্ভেতেও একইরকম তথ্য উঠে এসেছিল।

যাইহোক, রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান তাদের চলমান মাসের সম্পূর্ণ খরচ বহন করতেও অক্ষম। তথ্যসূত্র: এবিসি নিউজ

 

টাইমস/এনজে/জিএস

Share this news on: