করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাড়ে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় নিজেদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা এই ধর্মঘট পালন করে। পরে তাদের দাবি মেনে নেয়া হলে তার কাজে ফেরেন।
ইন্টার্নদের অভিযোগ ছিল, করোনাভাইরাস থেকে দায়িত্বরত চিকিৎসকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। তাই তারা কর্মবিরতি শুরু করেছিলেন। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়েছে।
পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা আগে করেনি। অথচ সব ধরনের রোগী হাসপাতালে আসছেন। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এতে কর্তব্যরত চিকিৎসকরাই ঝুঁকির মুখে পড়েছিলেন। তাই বুধবার তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন।
তিনি বলেন, পরিচালক বলেছিলেন মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু পরিচালক চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেননি। তাই তারা কর্মবিরতি শুরু করেছিলেন।
ইকবাল হাসান জানান, কর্মবিরতি শুরু পর কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়েছে। প্রয়োজনীয় মাস্ক ও গ্লোভস সরবরাহ করেছে। সেগুলো নিয়ে তারা কাজে যোগ দিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিটা যৌক্তিক। তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে যা যা দেয়া সম্ভব, দেয়া হয়েছে। তারা কাজে ফিরেছেন।
টাইমস/এইচইউ