পটুয়াখালী থানায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. আরিফুর রহমান ওরফে গুডু আরিফকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মাছের আড়ৎ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ছদ্মবেশে ‘বাপ্পী’ নামে নিজেকে পরিচয় দিয়ে এলাকাটিতে ভাসমানভাবে বসবাস করছিলেন আরিফ। চতুর কৌশলে নিজের আসল পরিচয় গোপন রেখে সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। তবে শেষরক্ষা হয়নি তার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকায় সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০০৯ সালে আদালত আরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়াও, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি পৃথক মামলায় তিন বছরের সাজা পরোয়ানাও রয়েছে। সেই মামলার রায় হওয়ার পরও তিনি আত্মগোপনে ছিলেন এবং পলাতক হিসেবে পুলিশের খাতায় ছিলেন অন্যতম মোস্ট ওয়ান্টেড আসামিদের একজন।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী শহরে তিনি একসময় ‘গুডু আরিফ’ বা ‘সন্ত্রাসী আরিফ’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও অপরাধ সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এলাকায় এক সময় তার ব্যাপক দাপট ও সন্ত্রাসী কার্যক্রম ছিল।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।
এসএন