তুম্বাডের মতো অন্ধকারাচ্ছন্ন ও মিথনির্ভর চলচ্চিত্র দিয়ে যে নির্মাতা ভারতীয় দর্শকের স্মৃতিতে স্থায়ী ছাপ ফেলেছিলেন, সেই রাহি অনিল বারভে দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন নতুন রহস্যময় জগৎ নিয়ে। তার পরবর্তী ছবি মায়াসভা আগামী ৩০ জানুয়ারি ২০২৬ সালে মুক্তির ঘোষণা পাওয়ায় সিনেমাপাড়ায় নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। বারভে বরাবরই বাস্তবতা ও অতিলৌকিকতার মাঝের সরু রেখা নিয়ে খেলতে পছন্দ করেন, আর এই ছবিতেও তিনি সেই ধারাই আরও গভীরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
নির্মাতার ঘন কুয়াশাময় বর্ণনা, রূপকধর্মী ভিজ্যুয়াল ও মানসিক জটিলতা এবার দর্শককে নিয়ে যাবে এক মায়াময় জগতে, যেখানে লুকানো সত্য, প্রাচীন ক্ষমতার কাঠামো ও আধ্যাত্মিক দ্বন্দ্ব একসূত্রে গাঁথা। ছবির নাম মায়াসভাই বলে দেয়, এখানে থাকবে বিভ্রমের খেলা, মহাজাগতিক ইশারা ও পৌরাণিক আবহের গভীর প্রতিধ্বনি, অনেকটা তুম্বাডের মতোই, তবে ভিন্ন মাত্রায়।
অভিনয়শিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে জাভেদ জাফরি, বীণা জামকার, দীপক দামলে ও মোহাম্মদ সামাদকে। ছবির চিত্রগ্রহণে আছেন কুলদীপ মামানিয়া, প্রযোজনা নকশায় প্রীতম রাই, আর চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নিয়েছেন রাহি অনিল বারভে।
কাহিনির বিস্তারিত এখনও গোপন রাখা হলেও ছবির টিজার-আভাসে দৃশ্যকাব্য, প্রতীকী উপস্থাপনা ও মনস্তাত্ত্বিক ধাঁধার ছাপ স্পষ্ট। ভারতীয় সিনেমার অন্ধকার গল্পকার আবারও দর্শককে নাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর সেই অপেক্ষায় এখন গোটা চলচ্চিত্রপ্রেমী মহল।
টিজে/টিএ