মেধার গুণে একসঙ্গে বলিউড কাঁপাচ্ছেন তারকা দম্পতি অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধর। এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে একজন সিনেমা হল অন্যজন ওটিটিতে একচ্ছত্র রাজত্ব চালাচ্ছেন।
গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইয়ামি গৌতম অভিনীত সিনেমা ‘হক’। সহ অভিনেতা ইমরান হাশমীর সঙ্গে করা এ সিনেমা প্রেক্ষাগৃহে তেমন সুবিধাজনক অবস্থানে না থাকায় চলতি বছর ২ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি দেয়া হয়। এরপরই উল্টে যায় পুরো হিসাব।
নেটফ্লিক্সের উইকলি রিপোর্ট অনুযায়ী, হক সিনেমাটি এখন ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর অ-ইংরেজি ভাষার সিনেমা হিসেবে গ্লোবাল চার্টে রয়েছে দ্বিতীয় অবস্থানে। এ ছাড়া বিশ্বের পাঁচটি দেশে ১ নম্বরে রয়েছে হক। ১৪টি দেশে রয়েছে শীর্ষ দশে। বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছে নারী অধিকারের কোর্ট রুমের বাস্তব চরিত্র।
১৯৬৭ সালে ভারতের উত্তর প্রদেশের সাজিয়া বানুর দায়ের করা মামলা নিয়ে তৈরি হয়েছে ‘হক’ সিনেমা। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা ওটিটি দাঁপিয়ে বেড়াচ্ছে।
অন্যদিকে ইয়ামি গৌতমের স্বামী ও পরিচালক আদিত্য ধরও রয়েছেন সাফল্যের শীর্ষে। তার পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমা 'ধুরন্ধর' গত বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরপরই স্পাই ড্রামাটি ভাঙতে শুরু করে একের পর এক রেকর্ড। চলতি বছরের শীর্ষে রয়েছে আদিত্যের পরিচালিত সিনেমাটি।
রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল অভিনীত সিনেমা ও এর গান এতটাই দর্শকপ্রিয় হয়েছে যে 'ধুরন্ধর ২' নির্মাণের পরিকল্পনা করছেন প্রযোজকরা।
সব মিলিয়ে চলতি বছর এক সঙ্গে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তারকা দম্পতি ইয়ামি গৌতম ও আদিত্য ধর। স্বামী-স্ত্রীর যৌথ সাফল্যে খুশি ও উচ্ছ্বসিত তাদের ভক্তরা।
এসএন