জাবি আলোনসোর বুন্ডেসলিগায় ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলের বাজে পারফরম্যান্সে কোচ ডিনো টপমোলারকে বরখাস্ত করার পর নাকি রিয়াল মাদ্রিদের সাবেক কোচের কথা বিবেচনা করছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের জন্য জাবি আলোনসোর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন ফ্রাঙ্কফুর্টের ক্রীড়া পরিচালক মার্কাস ক্রোশে।
রিয়ালের ডাগআউট থেকে স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার আলোন্সোকে সরিয়ে দেওয়ার এক সপ্তাহ না যেতেই এলো এই খবর।
ফ্রাঙ্কফুর্ট রোববার টপমোলারকে বরখাস্ত করার কথা জানায়। এই বছরের প্রথম তিন ম্যাচসহ গত কয়েক সপ্তাহ ধরে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জার্মান ক্লাবটির বিবৃতিতে জানানো হয়।
নতুন বছরে এখনও জয়ের দেখা পায়নি ফ্রাঙ্কফুর্ট। বুন্ডেসলিগায় তারা আছে সাত নম্বরে। ১৮ ম্যাচে তারা গোল হজম করেছে ৩৯টি, এই পরিসংখ্যানে ফুটে উঠছে তাদের রক্ষণের নাজুক অবস্থা।
৪৫ বছর বয়সী টপমোলার ফ্রাঙ্কফুর্টের দায়িত্ব নিয়েছিলেন ২০২৩ সালে। গত বছর তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বিল্ডের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে একটি জয় পাওয়া ফ্রাঙ্কফুর্ট নতুন কোচ হিসেবে এদিন টেরজিক, মার্কো রোসা ও রজার শ্মিটের নামও বিবেচনা করছে। তবে ক্লাবটির মূল লক্ষ্য জাবিকে জার্মানিতে ফিরতে রাজি করানো।
যদিও সেই সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। বায়ার লেভারকুজেনে অসাধারণ সাফল্যের পর, রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার আগে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মতো জায়ান্টদের রাডারেও ছিলেন জাবি আলোনসো। তাকে পেতে ফ্রাঙ্কফুর্টের যেমন মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হবে, তেমনি আবার দলটির দায়িত্ব নেওয়া মানে এই স্প্যানিয়ার্ডের ক্যারিয়ারে এক ধাপ পিছিয়ে যাওয়া হিসেবে মনে করা হতে পারে।
সব কিছু মিলিয়ে, আলোনসো হয়তো তাড়াহুড়ো করবেন না এবং বড় কোনো ইউরোপিয়ান ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য তিনি অপেক্ষা করবেন।
এমআর/টিএ