বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ঘিরে আবারও তুমুল আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গুঞ্জন উঠেছে, গোপনে বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্র হিসেবে উঠে এসেছে তাঁর কথিত প্রেমিক রাহুল মোদি নাম। রাজস্থানের উদয়পুরে নাকি খুবই ঘরোয়া আয়োজনে, কেবল নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে।
সম্প্রতি শ্রদ্ধা কাপুর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে রাহুল মোদিকে ট্যাগ করেন। সেই পোস্টের পর থেকেই নতুন করে সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও এই ট্যাগ করার ঘটনাকে অনেকেই বড় ইঙ্গিত হিসেবে দেখছেন। এরপর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে গোপন বিয়ের খবর।
যদিও এ বিষয়ে শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ভক্তরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া ইঙ্গিত মিলিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জল্পনা-কল্পনা, আলোচনা আর কৌতূহল।
যদি এই খবর সত্যি হয়ে থাকে, তবে এটি হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নীরব ও ব্যক্তিগত তারকাবিয়ে। শ্রদ্ধা কাপুর বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে প্রচারের আলো এড়িয়ে চলেন। তাই গোপনে বিয়ে করার বিষয়টি তাঁর স্বভাবের সঙ্গেই মানানসই বলে মনে করছেন অনেকেই।
এখন সবার দৃষ্টি একটাই প্রশ্নের দিকে- এই দম্পতি কি নিজেরাই সামনে এসে সম্পর্ক কিংবা বিয়ের বিষয়টি প্রকাশ করবেন? নাকি নীরবতাই থাকবে তাঁদের সবচেয়ে বড় উত্তর?
এমআর/টিএ