গণভোট জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, গণভোটের বিষয়ে দলের পক্ষ থেকে কোনো দিকনির্দেশনা নেই। গণভোটে অংশগ্রহণ ও ভোট প্রদানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জনগণের ব্যক্তিগত বিষয়। যার যার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন ভোটাররা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাজী জিন্নাত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, গণভোটের ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত নেই। এটি প্রতিটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। জনগণ কোনটার পক্ষে ভোট দেবে, সেটি প্রভাবিত করার কোনো সুযোগ নেই এবং থাকা উচিতও নয়। দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এখন থেকে তারা স্বাধীনভাবে, নিজ নিজ বিবেচনায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ভোট মানে হচ্ছে মতামত আর গণভোট হচ্ছে জনগণের সম্মিলিত মতামত। তাই এই বিষয়টি জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত। তারাই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী মত প্রকাশ করবেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনমুখী। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে দেশের পরিবেশ শান্ত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো ধরনের চক্রান্তই আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না।

এর আগে, নুরুদ্দিন আহাম্মেদ অপু ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। তিনি এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার উপকরণ হিসেবে ক্রিকেট ব্যাট, বল, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন সামগ্রী বিতরণ করেন। খেলাধুলার উপকরণ পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে।

পরে তিনি পূর্ব ডামুড্যা ইউনিয়নের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করেন। এ ছাড়া তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং ডামুড্যা উপজেলার নিহত বিএনপি পরিবারের সদস্য ও সুধীজনদের কবর জিয়ারত করেন।

কর্মসূচি শেষে তিনি বলেন, জনগণের পাশে থেকেই বিএনপি রাজনীতি করে। মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলোই আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু মীর, উজ্জ্ল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনকালীন ২৩ দিন সব পরীক্ষা স্থগিতের দাবি Jan 19, 2026
কিংবদন্তিদের সংস্পর্শে কাজ করে অনুপ্রাণিত মারিয়া Jan 19, 2026
img
অনেকেই বলে আমি কোটিপতি, অথচ অভ্যুত্থানের পর আমার আর্থিক অবস্থা বেশি খারাপ : মীর স্নিগ্ধ Jan 19, 2026
img
ভালো করতে না পেরে সাইফের দুঃখ প্রকাশ Jan 19, 2026
img
সারেন্ডার করেছি, হাইকোর্টে ফয়সালা হবে: গফুর ভূইয়া Jan 19, 2026
img
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২৭ Jan 19, 2026
img
পি‌রোজপু‌রে যুবলীগ নেতা শিশির গ্রেপ্তার Jan 19, 2026
img
বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বিসিবি Jan 19, 2026
img
মাঝ-আকাশে বোমাতঙ্ক, ভারতীয় বিমানের জরুরি অবতরণ Jan 19, 2026
img
অঞ্জন দত্তের জন্মদিন আজ Jan 19, 2026
img
শুধু নারী কেন, পুরুষেরাও সমান ভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ে আকৃষ্ট!: সুমন মুখোপাধ্যায় Jan 19, 2026
img
শান্তি উদ্যোগে যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র Jan 19, 2026
img
চীনে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ৫ Jan 19, 2026
img
খালেদা জিয়ার শিক্ষানীতিতে আলোকিত লাখো আফ্রিকান মেয়ে: জাইমা রহমান Jan 19, 2026
img
অভিনেত্রী শেফালির মৃত্যু নিয়ে স্বামীর চাঞ্চল্যকর তথ্য Jan 19, 2026
img
চীনের ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড Jan 19, 2026
img
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন ইতিহাস, নেপথ্যে কী? Jan 19, 2026
img
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ, জানা যাবে শবেবরাত কবে Jan 19, 2026
img
মাদকসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার Jan 19, 2026
img
মেয়ে নিয়ে বিমানবন্দরে বিপাকে রাহুল প্রীতি Jan 19, 2026