চলতি বছরেই ফের বড় পর্দায় দেবের সঙ্গে জুটি বাঁধার খবরে আবার আলোচনার কেন্দ্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বহুদিনের পরিচিত এই পর্দাজুটি ঘিরে দর্শকদের কৌতূহল বরাবরই তুঙ্গে, আর সেই আগ্রহের ঢেউ এবার ছুঁয়ে গেছে তাঁদের ব্যক্তিগত জীবনেও। দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ালেও সাম্প্রতিক এক দৃশ্যে নায়িকা যেন নীরবে স্পষ্ট বার্তা দিলেন, তাঁর ভুবনজুড়ে এখন একমাত্র রাজ চক্রবর্তীই।
সম্প্রতি নন্দনে সাধারণ পোশাকে দেখা মিলেছে শুভশ্রীর। ধূসর জিন্স, কালো জ্যাকেট আর খোলা চুলে তিনি যতটা স্বাভাবিক, ততটাই নজরকাড়া। তবে দর্শকের চোখ আটকে গেছে তাঁর গলায় ঝোলানো একটি লকেটে, যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে স্বামীর নামের আদ্যাক্ষর। লাজুক হাসিতে ধরা দেওয়া সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে শুভশ্রীর এক ভক্তগোষ্ঠীর পাতায়। ভালোবাসা আর শুভকামনায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
ব্যক্তিগত জীবনে শুভশ্রী ও রাজের পথচলা শুরু হয়েছিল নিভৃতে। ২০১৮ সালে আইনি বিয়ে ও আংটি বদলের পর বাওয়ালির রাজবাড়িতে রাজকীয় আয়োজনে সামাজিক বিয়ে সম্পন্ন হয়। আজ তাঁরা দুই সন্তানের অভিভাবক, অথচ সংসারের পাশাপাশি অভিনয়জগতেও সমানতালে এগিয়ে চলেছেন শুভশ্রী। একের পর এক পরিচালকের ছবিতে তাঁর উপস্থিতি প্রমাণ করে, ঘর আর কাজের ভারসাম্য তিনি বেশ দক্ষতার সঙ্গেই সামলাচ্ছেন।
এর মধ্যেই ফের আলোচনায় উঠে এসেছে দেব-শুভশ্রী জুটি। চলতি বছরের অগস্টে মুক্তি পেয়েছে তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু, যার শুটিং হয়েছিল প্রায় এক দশক আগে। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাওয়ায় ছবিটি ঘিরে প্রত্যাশা ছিল স্বাভাবিকভাবেই প্রবল। প্রচারের সময় দুজনকে একসঙ্গে দেখা গেছে, পুরনো রসায়ন যেন আবারও ঝলমল করেছে পর্দার বাইরে।
তবে অতীতে এক মন্তব্যকে ঘিরে সামান্য বিতর্ক তৈরি হলেও সময়ের সঙ্গে সেই দূরত্ব অনেকটাই কমেছে। শুভশ্রী নিজেই বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন, ভালো চিত্রনাট্য পেলে দেবের সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে তাঁদের একসঙ্গে উপস্থিত থাকাও সেই বন্ধুত্বের ইঙ্গিত দেয়।
সব মিলিয়ে দেব-শুভশ্রী জুটি ফের বড় পর্দায় যে নতুন রোমাঞ্চ নিয়ে আসতে পারে, তা নিয়ে সন্দেহ নেই। তবে আপাতত শুভশ্রী ব্যস্ত রাজের সঙ্গে তাঁর আসন্ন ছবি হোক কলরব-এর প্রচারে। আর গলায় ঝোলানো সেই লকেট যেন নিঃশব্দে বলে দিচ্ছে, তাঁর জীবনের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজই।
পিআর/টিকে