বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার বদলে এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।
রোববার (১৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। পূর্ব ঘোষিত সূচিতে প্রতিটি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ ছিল ৭টায়। তবে ফাইনালের দিন যেহেতু দুপুরে কোনো খেলা নেই, তাই ম্যাচ এগিয়ে আনা হয়েছে।
এছাড়া প্লে-অফের অন্য তিন ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দকৃত রিজার্ভ ডেও বাতিল করে দেয়া হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।
বিপিএলের সূচিতে এবার পরিবর্তন এসেছে আগেও। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খেলা বন্ধ ছিল দুই দিন। ফাইনালের পূর্ব নির্ধারিত সময় ঠিক রাখতে নতুন সূচিতে চট্টগ্রাম পর্বের খেলা বাদ দেয়া হয়। চট্টগ্রামের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় সিলেটেই।
সূচিতে পরিবর্তন আনতে হয় টুর্নামেন্ট ঢাকায় ফেরার পরও। বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সংগঠন খেলা বন্ধ রাখার ঘোষণা দেয়। খেলা বন্ধ থাকে একদিন। এরপর নতুন সূচি ঘোষণা করা হয় আবার। যথারীতি ফাইনালের তারিখ ঠিক রেখেই সাজানো হয় নতুন সূচি। রিজার্ভ ডে রাখার সুযোগ নেই আঁটসাঁট এই সময়ে।
এসকে/টিকে