পিরোজপুরের স্বরূপকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন পৌর যুবলীগের সভাপতি শিশির কুমার কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাতটার দিকে স্বরূপকাঠি থানার পশ্চিম পাশে পানের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
স্থানীয়রা জানায়, শিশির কুমার কর্মকার স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পানপট্টি এলাকায় শিশির কুমারের পানের ব্যবসা রয়েছে।
ব্যবসার খোঁজখবর নিতে তিনি আজ সোমবার সকালে পান বাজারে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরআই/টিকে