২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি।
পিঠের নিচের অংশে লাম্বার বোন স্ট্রেস ইনজুরিতে ভুগছেন কামিন্স। ফাস্ট বোলিংয়ের অতিরিক্ত চাপের কারণে মেরুদণ্ডে সৃষ্ট ক্ষুদ্র ফাটল থেকেই এই চোটের সূত্রপাত।
২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের আগেই ইনজুরিতে পড়ে পাঁচ টেস্টের মধ্যে চারটিতে মাঠের বাইরে থাকতে হয় তাকে।
দীর্ঘ পুনর্বাসনের পর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তন করলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক। সেই ম্যাচে ছয় উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ দুই টেস্টে আবারও তাকে বিশ্রামে রাখা হয়।
বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি, যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। শুরুতে কামিন্সকে পাওয়ার বিষয়ে আগে আশাবাদী থাকলেও এবার বাস্তবসম্মত অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া দল।
বেইলি জানান, ‘প্যাটের অবস্থা অন্যদের থেকে আলাদা। সে সম্ভবত বিশ্বকাপ দলে যোগ দেবে টুর্নামেন্টের তৃতীয় বা চতুর্থ ম্যাচের সময়। আমরা চাই ওকে সর্বোচ্চ সময় দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলতে।’
তিনি আরো বলেন, কামিন্সের পিঠের চোটের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই তাড়াহুড়ো করে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ‘সবকিছু ঠিক থাকলে এটাই আমাদের পরিকল্পনা। প্রয়োজনে বিকল্প ভাবতেও প্রস্তুত,’ যোগ করেন বেইলি।
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেরিতে দলে যোগ দিয়েও ট্রাভিস হেড অস্ট্রেলিয়াকে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
কামিন্সের ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে বলে আশাবাদী অস্ট্রেলিয়া, যদিও শুরুর ম্যাচগুলোতে অধিনায়ককে না পাওয়াটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ক্রিকেট মহল।
এসকে/টিকে