গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ২০ ও ২১ জানুয়ারি সাভার উপজেলা ও ফরিদপুর এবং রাজবাড়ী জেলা সফর করবেন।
সোমবার (১৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সফরসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তিনি ঢাকা সেন্ট্রাল রোডস্থ বাসভবন থেকে সাভারের উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। সাভারে পৌঁছে তিনি বাংলাদেশ বেতারের নির্বাচনী সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।
অনুষ্ঠানটি সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ১১টা ৪৫ মিনিটে তিনি সাভার থেকে পাটুরিয়া ফেরিঘাট হয়ে রাজবাড়ী জেলার উদ্দেশে রওনা দেবেন এবং দুপুর ২টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছবেন।
বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গণভোট সংক্রান্ত একটি র্যালিতে অংশগ্রহণ করবেন। একই দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভাতেও তিনি যোগ দেবেন।
সন্ধ্যায় তিনি রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে রাত ৮টায় ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
২১ জানুয়ারি (বুধবার) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোট সংক্রান্ত র্যালিতে অংশ নেবেন এবং পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময়সভায় যোগদান করবেন। দুপুর ২টা ৩০ মিনিটে তিনি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এটি একটি সরকারি সফর।
সফরকালে তার সঙ্গে থাকবেন পানিসম্পদ উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী।
এমকে/টিএ