নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি, চাঁদাবাজি বা রাজনৈতিক চাপ ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি নাটোর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাই বিএনপির অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য। ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
দুলু আরো বলেন, বিগত ১৭ বছর নাটোরকে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল আওয়ামী সন্ত্রাসীরা। ব্যবসায়ীদের কোন নিরাপত্তা ছিল না। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই নাটোরের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে। এখন নাটোরের মাটিতে সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারিত্বের কোন জায়গা নেই।
নাটোরের কোন মায়ের কোল খালি হতে দেব না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু,বাংলাদেশে ইঞ্জিনিয়ার শিল্প মালিক সমিতির নাটোর জেলা শাখার প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি সোহেল, সহ সভাপতি মো. মানিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আরিফ চৌধুরী।
আইকে/টিএ