দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নির্বিঘ্ন করতে ২৫২০ জন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এতে ময়মনসিংহ সেক্টরের অধিনে সাত জেলার ৬২ উপজেলার ৩৯টি সংসদীয় আসনে ১২৬ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর কাঠগোলা এলাকায় বিজিবি সেক্টর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি ব্যাটালিয়নে দুই প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনি দায়িত্বের পাশাপাশি ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ৪৮টি বিওপি পূর্ণ সক্ষমতায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত থাকবে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে বিজিবি। এ ছাড়া, সীমান্ত এলাকায় চেকপোস্ট, টহল ও নজরদারি জোরদারের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তা ছাড়াও স্থানীয় পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমআই/এসএন