এক দশক পেরিয়ে হঠাৎই অতীতের দরজা খুলে দিলেন বিজয় ভার্মা। ভারতীয় সিনেমার জনপ্রিয় এই অভিনেতা রোববার (১৮ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক গুচ্ছ ছবি শেয়ার করে যেন স্মৃতির ঝাঁপি উল্টে দিলেন। সেসব ছবির ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে একটি টয়লেটে তোলা তার সেলফি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অমিতাভ বচ্চনের সোনালি রঙের টয়লেটের সামনে সেলফি তুলছেন বিজয় ভার্মা। এছাড়া অন্য একটি ছবিতে প্রাক্তন ক্রিকেটার শচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা যায় বিজয়কে।
ছবির ক্যাপশনে বিজয় ভার্মা লেখেন, ‘২০১৬ সালটা আমার জন্য একরকম মাইলস্টোন ছিল। বিগ বি আর সুজিতদার সঙ্গে ‘পিঙ্ক’ সিনেমায় দারুণ কাস্ট ও ক্রুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। স্বয়ং ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা হয়। বচ্চনের (অমিতাভ বচ্চন) বাড়িতে স্বর্ণের টয়লেটের সঙ্গে সেলফিও তুলেছিলাম। জিমে বন্ধু বানালাম শানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে। আমার হিরো ইরফান খানের সঙ্গেও দেখা হলো।‘
স্মৃতিকাতর বিজয়ের এসব ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। তবে অমিতাভ বচ্চনের গোল্ডেন টয়লেটের ছবিটি আলোচনার জন্ম দিয়েছেন। এ নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। অনেকে অমিতাভ বচ্চনের টয়লেটের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন; কেউ কেউ রসিকতাও করছেন।
উল্লেখ্য, ‘পিঙ্ক’ সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। এ সিনেমার শুটিংয়ের সময়ে অমিতাভের গোল্ডেন টয়লেটে সেলফি তুলেন বিজয়। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন- অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কৃতি কুলকার্নি প্রমুখ। এটি পরিচালনা করেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
এদিকে বিজয় সবশেষ দেখা যায় ‘গুস্তাখ ইশক’ সিনেমায়। ২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন নাসিরউদ্দিন শাহ ও ফাতিমা সানা শেখসহ আরও অনেকে।
এমআর/টিএ