করোনা: জীবাণুমুক্ত বাজারের নিশ্চয়তা ‘স্বপ্ন’র

সারাবিশ্ব এখন করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারীতে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে কোভিড-১৯ কে 'বৈশ্বিক মহামারী' হিসেবে উল্লেখ করেছে। এরই সঙ্গে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই সচেতনতার পূর্বশর্ত জীবাণুমক্ত থাকা।

সুপারশপ চেইন ‘স্বপ্ন’ নানা পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। সকল জীবাণুনাশক পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছে স্বপ্ন। এছাড়াও স্বপ্নের আউটলেটগুলোতে বাড়তি পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে স্বপ্নের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির বলেন, এই সময়ে মানুষের আতঙ্কিত না হয়ে নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা জীবাণুনাশক পণ্যগুলোকে সহজলভ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। (সংবাদ বিজ্ঞপ্তি)

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ