সংগীতশিল্পী তিশমার জন্মদিন আজ। গান গাওয়া, লেখা, প্রযোজনার পাশাপাশি তিনি পিয়ানো, কি-বোর্ড, ড্রামস, গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন।
তিশমার প্রথম অ্যালবাম ‘তারা’ প্রকাশ হয় ২০০২ সালে। এরপর এসেছে ‘চাঁদ’, ‘সূর্য’, ‘এক্স ফ্যাক্টর’, ‘এক্সপেরিমেন্ট’, ‘রকস্টার’সহ এক ডজনের বেশি অ্যালবাম। টিভি নাটকে অভিনয়েও দেখা গেছে তিশমাকে।
এর আগে প্রকাশ পাওয়া তিশমার জনপ্রিয় অ্যালবামগুলো হলো- ‘চাঁদ’, ‘সূর্য, ‘বাউলা প্রেম’, ‘শ্যাম রাখি না কুল রাখি’, ‘মাটির পুতুল’, ‘ছলনার দাবা’, ‘এক্স-ফ্যাক্টর’, ‘এক্সপেরিমেন্ট’, ‘হিপনোটাইজড’, ‘রয়্যালিটি’ ইত্যাদি।
গায়িকার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘কাকা ল জাইগা”, ‘চান্দের মেয়ে জোসনা’, ‘রক রাজকন্যা’, ‘বাউলা প্রেম’, ‘ওহ মাই লাভ’, ‘প্রজাপতি, ‘দিগি দিগি দম দম’, ‘চান্দের বুড়ি’, ‘বৃষ্টি তোমার পায়ে ধরি’, ‘স্বপ্নের শহর ঢাকা’, ‘বাঁশিওয়ালাহ’, ‘নিরিখ বান্ধর’, ‘রঙ্গিলা বন্ধু’, ‘শাট আপ ইউ আর নট মাই বয়ফ্রেন্ড’ ইত্যাদি।
কেএন/টিকে