‘দেশু ৭’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সোমবার এই ছবি প্রসঙ্গে লাইভে এসে পুরনো স্মৃতি টেনে এক গুরুত্বপূর্ণ অনুরোধ রাখলেন দু’জনেই।
এর আগেও ‘ধূমকেতু’ মুক্তির আগে জুটি বেঁধে প্রচার করেছিলেন দেব-শুভশ্রী। সেই সময় তাঁদের একসঙ্গে দেখে যেমন ভালোবাসায় ভরিয়েছিলেন ভক্তরা, তেমনই সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন তাঁদের জীবনসঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। ফের যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই আর্জিই জানান তাঁরা।
লাইভে প্রথমে দেব বলেন, “এই লাইভ শেষ হওয়ার পর থেকে দয়া করে কেউ যেন ব্যক্তিগত আক্রমণ না করেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ভালো আছি বলেই আজ সুস্থভাবে কাজ করতে পারছি। দেব-শুভশ্রীকে নিয়ে নানা কল্পনা করা ঠিক নয়।”
দেব আরও বলেন, ধূমকেতুর সময় অনেক কথা না বলাটা তাঁর ভুল ছিল। এবার আর সেই নীরবতা রাখতে চান না তিনি।
এরপর শুভশ্রী বলেন,“আমরা ভেবেছিলাম মানুষ পরিস্থিতির সংবেদনশীলতা বুঝবেন, কিন্তু সেটা হয়নি বলেই আজ কথা বলতে হচ্ছে। আমরা কেউই আমাদের অতীত নিয়ে বাঁচতে চাই না। জীবনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, আজ আবার পেশাগতভাবে একসঙ্গে কাজ করতে পারার পিছনে তাঁদের বর্তমান সঙ্গীদের বড় ভূমিকা রয়েছে। তাই রাজ ও রুক্মিণীকে কোনওরকম কটাক্ষ না করার অনুরোধ জানান শুভশ্রী।
দেব বলেন, “রাজকে সম্মান করা মানেই আমাকে সম্মান করা।”
শুভশ্রীর কথায়, “রুক্মিণীর সম্মানটাও আমাদের দায়িত্ব।”
লাইভের শেষে দেব ও শুভশ্রী দু’জনেই দর্শকদের কাছে অনুরোধ করেন, ‘দেশু ৭’-এর উন্মাদনায় ভেসে কারও ব্যক্তিগত জীবনে আঘাত না আনা হোক।
কেএন/টিকে