এখনো পিপিই অতটা দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মনে করছেন, এখনো দেশে চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) অতটা প্রয়োজনীয় হয়নি।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় চিকিৎসকদের পিপিই সরঞ্জাম আছে কিনা এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। আমাদের দেশে এখনো অতটা ইমার্জেন্সি পরিস্থিতি হয়নি। কাজেই এখনই চিকিৎসকদের জন্য পিপিই অতটা প্রয়োজন নেই।

জাহিদ মালেক আরও বলেন, পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা এরই মধ্যে ২০ হাজার মানুষকে কোয়ারেন্টাইন করেছি। এছাড়া আমাদের ল্যাবগুলোও প্রস্তুত রয়েছে।

এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আপনারা অনেক লিখেছেন। যে কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছি। কিন্তু ছুটি কাটাতে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা এই বিষয়টি নিয়ে লিখছেন না কেন? আমাদের মনে রাখতে হবে, এই সময়টা ঘরে থাকার, ঘুরে বেড়ানোর সময় না।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: