ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পেতে ভোগান্তিতে পড়েছেন কুয়েত প্রবাসীরা। তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে কুয়েতের অনেক পোস্ট অফিসের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলবশত ঐ সব বন্ধ পোস্ট অফিসের ঠিকানা ব্যবহার করায় অনেক প্রবাসী বাংলাদেশি সময়মতো ব্যালট পেপার হাতে পাচ্ছেন না।
বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং পোস্ট অফিসগুলোতে খোঁজখবর নিয়ে দ্রুত প্রবাসীদের ব্যালট হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পেশার প্রবাসীদের সঙ্গে পোস্টাল ভোট বিষয়ে এক মতবিনিময় সভা করেন রাষ্ট্রদূত। সভায় প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালট পেতে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, কুয়েত থেকে এবার ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫২৪ জন নারী ভোটার। দূতাবাস থেকে জানানো হয়েছে, যারা এখনো ব্যালট পাননি, তারা অনলাইনে ‘পোস্টাল ট্র্যাকিং’-এর মাধ্যমে ব্যালটটি কোন পোস্ট অফিসে আছে তা নিশ্চিত হয়ে দ্রুত সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ব্যালট পেপার ‘পোস্টাল ভোট অ্যাপ’-এর নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে এবং হলুদ খামে ভরে আগামী ২২ থেকে ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ পোস্ট অফিসে পুনরায় জমা দিতে হবে।
সভায় রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েতে বসবাসরত সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
টিজে/এসএন