ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ। অন্যদিকে একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ করেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।
এসএন