‘বিগ বস ১৯’-এর রানার-আপ ও জনপ্রিয় মডেল ফারহানা ভাটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মী। পারিশ্রমিক বকেয়া রাখা এবং পেশাদারিত্বের অভাব নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন যশ নামের ওই ব্যক্তি।
শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তিনি, ফারহানার বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দিয়েছেন তিনি। যশ দাবি করেছেন, একটি পিআর ফার্মের পক্ষ থেকে তাকে ফারহানা ভাটের অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স) এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
গত ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি ফারহানার সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন। তার হাত ধরেই ফারহানার প্রতিটি পোস্ট ও টুইট করা হতো। যশের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করলেও তার প্রাপ্য বকেয়া মেটানো হয়নি। দফায় দফায় যোগাযোগ করার পরও পিআর টিমের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি।
তিনি বলেন, ‘আমি প্রচুর পরিশ্রম করেছিলাম, এমনকি কাজের চাপে আমার শরীরও খারাপ হয়ে গিয়েছিল। বার বার ফলোআপ করার পরও টাকা দেওয়া হয়নি। বাধ্য হয়েই আজ আমাকে এই পথ বেছে নিতে হয়েছে।’
যশ আরও দাবি করেন, কেবল তিনি একাই নন, আরও বেশ কয়েকজন নির্মাতার সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। বকেয়া টাকা না দেওয়ার ফলে অনেকেই বিপাকে পড়েছেন।
এদিকে, যশের ফাঁস করা ভিডিওতে ফারহানাকে ‘বিগ বস’-এর ক্রিয়েটিভ টিমের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এরপরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে- ফারহানা কি তবে পর্দার আড়ালে ‘বিগ বস’ টিমের সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ রক্ষা করে চলেন? শো-তে তার সাফল্য নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক শুরু হয়েছে।