আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’ ঘিরে জল্পনা দিন দিন আরও তীব্র হচ্ছে। অভিনয়শিল্পীদের তালিকায় একের পর এক বড় নাম যুক্ত হওয়ার খবরের মধ্যেই এবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভিকি কৌশলের নাম।
বিভিন্ন সূত্রের দাবি, ‘ধুরন্ধর ২’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে তাকে। ভিকির এই সম্ভাব্য উপস্থিতি শুধু চমক নয় বরং গল্পের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, শোনা যাচ্ছে তিনি আবারও পর্দায় ফিরছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (২০১৯) এর জনপ্রিয় চরিত্র মেজর বিহান শেরগিল হিসেবে।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ এ কোন কোন তারকা যুক্ত হচ্ছেন তা নিয়ে আদিত্য ধর অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছেন। তিনি ধুরন্ধর ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা করছেন এবং সেই ভাবনা থেকেই উরি ছবির একটি গল্পসূত্র এখানে বিশেষ ভাবে জুড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।
আরও চমকপ্রদ তথ্য হলো ভিকি কৌশল নাকি ধুরন্ধর ছবির প্রথম কিস্তি মুক্তির আগেই গত বছর তার অংশের শ্যুটিং শেষ করেছিলেন। সূত্রটি আরও জানায়, ‘ভিকি আদিত্যর অন্যতম প্রিয় অভিনেতা। ভবিষ্যতে আলাদা গল্প তৈরি করতেই পরিচালক এমন কিছু দৃশ্য পরিকল্পনা করেছেন যা সামনে গিয়ে বড় গল্পের ভিত্তি হতে পারে।’
এই তথ্য থেকেই জল্পনা আরও জোরালো হচ্ছে যে, মেজর বিহান শেরগিলের উপস্থিতি কেবল একটি সংক্ষিপ্ত ক্যামিওতেই সীমাবদ্ধ নাও থাকতে পারে।
ভিকি কৌশল ও আদিত্য ধরের পেশাগত সম্পর্কের শুরু ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির মাধ্যমে। এটি আদিত্য ধরের পরিচালনায় প্রথম ছবি হওয়া সত্ত্বেও ‘উরি’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং চারটি জাতীয় পুরস্কার জিতে নেয়।
এখনো পর্যন্ত ‘ধুরন্ধর ২’ এ ভিকি কৌশলের উপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন সূত্রের দাবি ভিকি কৌশল এই ইউনিভার্সের অংশ হতে চলেছেন। যদি ভিকি কৌশলের অংশগ্রহণের খবরটি নিশ্চিত হয় এটি হতে পারে আদিত্য ধরের পরিকল্পিত একটি বড় সিনেমাটিক ইউনিভার্সের গুরুত্বপূর্ণ ধাপ।
টিজে/এসএন