জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিলেও জনগণ এতে কোনো গুরুত্ব দেবে না। বরং দেশের জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের অংশীদার ছিল। তারা কখনোই চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটাক।
জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, জাতীয় পার্টি তার বিপরীতে অবস্থান নিয়েছে।
তিনি আরো বলেন, গৃহপালিত বিরোধী দল হিসেবে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে জাতীয় পার্টি যেভাবে ভূমিকা রেখেছিল, আজও সেই মানসিকতা থেকেই তারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
এটি আসলে গণতন্ত্র নয়, বরং পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার অপচেষ্টা।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে শঙ্কা রয়েছে।
সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ।
যারা ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হতো।
নির্বাচনী প্রচারণা নিয়েও শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থের প্রভাব বিস্তারের আশঙ্কা এখনো রয়ে গেছে। যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবেলা করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক গ্রহণ করেন।
এমকে/টিএ