"চলো একসাথে গড়ি বাংলাদেশ" -এই স্লোগানে শুরু হচ্ছে জামায়াতের নির্বাচনী প্রচারণা। রাজধানীর বুক থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের পর সারা দেশে নামছেন দলটির আমীর ডাক্তার শফিকুর রহমান। তার সঙ্গে থেকে সব আপডেট দেখাবে, বাংলাদেশ টাইমস মোজো টিম।
ঢাকার মিরপুর থেকে কাল ২২ জানুয়ারি এই প্রচার অভিযান শুরু করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনী কাভারেজের প্রতিটি মুহূর্ত সরাসরি পাঠকদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত বাংলাদেশ টাইমসের বিশেষ ‘মোবাইল জার্নালিজম’ (Mojo) টিম।
দলের আমিরের এই নির্বাচনী সফর এবং জনসভাগুলো সরাসরি মাঠ থেকে কাভার করতে রাজধানীসহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে বাংলাদেশ টাইমসের বিশেষ এই মোজো টিম। বিএনপি ও অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর মতো জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মসূচিতেও একইভাবে সক্রিয় থাকবে বাংলাদেশ টাইমস টিম।
দলটির আমিরের সঙ্গে বাংলাদেশ টাইমসের হয় কাভারেজের দায়িত্বে রয়েছেন তিন জন। সিনিয়র মোবাইল জার্নালিস্ট, জুবায়ের আহমেদ, এনামুল হক এনাম ও তারেক আহমেদ।
আধুনিক স্মার্টফোন এবং উন্নত মোজো গিয়ার ব্যবহার করে তারা আমীরে জামায়াতের প্রচারণার প্রতিটি লাইভ আপডেটের পাশাপাশি রাজনীতির ভেতরের বিশ্লেষণধর্মী খবরগুলোও তুলে ধরবেন।
আগামীকাল দুপুর আড়াইটায় মিরপুর ১০-এর আদর্শ স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করবেন ডা. শফিকুর রহমান। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। এই সফরে তিনি দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান, ঠাকুরগাঁও এবং রংপুরের বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া ২৪ জানুয়ারি সকালে তিনি পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। বাংলাদেশ টাইমসের মোজো টিম প্রতিটি স্পটে আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে থেকে সবশেষ ‘তরতাজা’ খবর পাঠকদের জানাবে।
বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজম এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ জানান, "আমরা শুধু সংবাদ পরিবেশন করি না, সংবাদের নেপথ্যের ঘটনাও তুলে ধরি। আমাদের অত্যাধুনিক মোজো টিম ডিজিটাল প্ল্যাটফর্মের কোটি দর্শকের জন্য নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত চিত্র তুলে ধরবে। ওয়েব সংবাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দিতে আমাদের এই টিম অত্যন্ত দক্ষ ও নিবেদিত।"
নির্বাচনী ময়দানের সর্বশেষ সব খবর, ভিডিও এবং লাইভ আপডেট দেখতে চোখ রাখুন বাংলাদেশ টাইমসের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে।
- https://www.facebook.com/bangladeshtimes71
- https://www.facebook.com/live.bangladeshtimes
- https://www.facebook.com/profile.php?id=61553317184278
- https://www.facebook.com/BangladeshTimes.Binodon
- https://www.facebook.com/BangladeshTimesSports2024
- https://www.facebook.com/Musictimesbdআইকে/টিএ