বিএনপিতে গুপ্ত রাজনীতিক আছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এখন তারেক রহমানের আশেপাশে যারা আছেন তাদের নিয়ে কোনো আশা নেই উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এদের অনেককেই আমি চিনি। আমি নাম বলবো না; অনেকেই এক সময় ছাত্রশিবির করত, আমি জানি।
তারা তারেক রহমানের আশেপাশে আছে।
বিএনপিতে গুপ্ত রাজনীতিক আছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগের মতো দলে গুপ্ত জামাত ছিল না? ছিল। আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোন মিল কখনো ছিল; জামাতের কোন মিল কখনো ছিল? ছিল না। তারপরওতো ওখানে ছিল (গুপ্ত রাজনীতিক)।
যদি আওয়ামী লীগে থাকতে পারে, তাহলে বিএনপিতে থাকতে পারবে না কেন? বিএনপিতে অবশ্যই গুপ্ত রাজনীতিক আছে।
তিনি বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলেছিল, অনেকেই সেটাকে পাত্তা দেয়নি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতৃত্বের পরিচয় প্রকাশ হচ্ছিল তখন রাকিব বলছিল- গত ১০ বছর ধরে তো শিবির এখানে ছিল, তাদের কমিটি ছিল। আমি জানতে চাই এই ১০ বছরের কমিটিগুলোতে কে কে ছিল? শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে? করে নাই, কেন? এটা কৌশল না, এটা তাদের মুনাফিকি।
এমকে/এসএন