আমি একজন স্বৈরশাসক: ট্রাম্প

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভাষণের পর নিজেকেই ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কখনও কখনও একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়। এমন মন্তব্যের পাশাপাশি গ্রিনল্যান্ড, কানাডা ও ইউরোপ নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। খবর এনডিটিভি

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দারুণ একটা ভাষণ দিয়েছি, অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। বিশ্বাসই হচ্ছে না, সবাই ভালো রিভিউ দিয়েছে’। এরপর তিনি বলেন, ‘সাধারণত তারা বলে- ‘ও ভয়ঙ্কর একজন স্বৈরশাসক ধরনের মানুষ’। আমি তো স্বৈরশাসকই’। এরপর তিনি বলেন, ‘কিন্তু কখনও কখনও একজন স্বৈরশাসক দরকার! তবে এবার তারা সেটা বলেনি। এটা সাধারণ বোধের ওপর ভিত্তি করে বলা- এটা রক্ষণশীল বা উদারপন্থি কিছু নয়।’

এনডিটিভি বলছে, দাভোসে ট্রাম্পের দেয়া ভাষণ নিয়ে ব্যাপক হাস্যরস ও সমালোচনা হয়েছে। ওই ভাষণে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের হাতে গ্রিনল্যান্ড নেয়ার দাবি তোলেন এবং কানাডা ও ইউরোপের প্রতি হুমকিমূলক বক্তব্য দেন।

অবশ্য নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের আগস্টে ওয়াশিংটনে অপরাধ ও অভিবাসন দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং পতাকা পোড়ানোর ঘটনায় মামলা করার নির্দেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেছিলেন, আমেরিকানরা হয়তো একজন স্বৈরশাসকই চাইছে। তিনি তখন অভিযোগ করেছিলেন, অপরাধ ও অভিবাসন দমনে নেয়া তার কঠোর পদক্ষেপের কৃতিত্ব তিনি পাচ্ছেন না।

সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘তারা বলে, আমাদের তাকে দরকার নেই। স্বাধীনতা, স্বাধীনতা। সে স্বৈরশাসক। অনেক মানুষ বলছে, হয়তো আমরা একজন স্বৈরশাসকই পছন্দ করি’। তবে এরপরই তিনি বলেন, ‘আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি সাধারণ বোধসম্পন্ন একজন মানুষ এবং বুদ্ধিমান ব্যক্তি।’

এছাড়া ২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিন একজন স্বৈরশাসকের মতো হবেন- তবে তা কেবল প্রথম দিনই।


অবশ্য শক্ত হাতে শাসন করা নেতাদের প্রতি ট্রাম্পের প্রশংসা নতুন নয়। তিনি বহুবার কর্তৃত্ববাদী নেতাদের শক্তি, বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ ক্ষমতার প্রশংসা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প বারবার ‘বুদ্ধিমান’, ‘খুবই বুদ্ধিমান’ ও ‘শক্তিশালী নেতা’ বলেছেন। ২০২২ সালে ইউক্রেনে পুতিনের আগ্রাসনকে তিনি ‘চমৎকার বুদ্ধির কাজ’ ও ‘চতুর পদক্ষেপ’ বলেও প্রশংসা করেছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি ‘শক্তিশালী’, ‘খুব সম্মানিত’ এবং ‘হলিউডের কেন্দ্রীয় চরিত্রের মতো’ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘হলিউডেও কেউ এই চরিত্রটা ঠিকমতো অভিনয় করতে পারবে না’। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তিনি ‘কঠোর’ ও ‘খুব চালাক মানুষ’ বলেছেন এবং ২০১৮ সালে এমনও মন্তব্য করেছিলেন যে তারা দুজন ‘প্রেমে পড়ে গিয়েছিলেন’।

এদিকে কয়েক সপ্তাহের হুমকির পর ট্রাম্প অবশেষে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন এবং শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেন। বরং তিনি ইঙ্গিত দেন, আর্কটিক দ্বীপটি নিয়ে একটি কাঠামোগত চুক্তির পথ তৈরি হচ্ছে। তবে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় বৃহস্পতিবার কিছুটা স্বস্তি ফিরে এলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সেরা হওয়া সত্ত্বেও অস্কার ট্রফিতে আগ্রহ নেই হলিউড অভিনেত্রীর Jan 23, 2026
img
বুকে চাদর জড়িয়ে শীতের সকালে রোদ স্নান! Jan 23, 2026
img
জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২ Jan 23, 2026
img
জান্নাতের টিকিটের নামে ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে : কামরুল হুদা Jan 23, 2026
img
৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান Jan 23, 2026
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান Jan 23, 2026
img
প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি : মির্জা ফখরুল Jan 23, 2026
img
গাজা ‘বোর্ড অব পিস’-এর আনুষ্ঠানিক যাত্রা, সনদে ট্রাম্পের সই Jan 23, 2026
img
রাতে হঠাৎ জামায়াত আমিরের ফেসবুক পোস্ট Jan 23, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের শঙ্কা জিএম কাদেরের Jan 23, 2026
img
সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২ আসনে, সর্বনিম্ন পিরোজপুর-১: ইসি সচিব Jan 23, 2026
img
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন স্বপ্নের সূচনা হলেও দেশ হোঁচট খাচ্ছে : সাবেক অর্থ উপদেষ্টা Jan 23, 2026
img
হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? ‘সম্ভবত তাই’, আল জাজিরাকে জয় Jan 23, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, তারকাদের প্রতিক্রিয়া Jan 23, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, কি বলছেন অন্য খেলার তারকারা? Jan 23, 2026
img
চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ : হান্নান মাসউদ Jan 23, 2026
img
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে লঙ্কানদের লিড Jan 23, 2026
img
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান Jan 23, 2026
img
চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন Jan 23, 2026
img
মায়ানমারের সাইবার স্ক্যাম চক্র থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি Jan 23, 2026