৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল। আর ২৪ এ স্বাধীনতা রক্ষা হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দল-মত-ধর্ম নির্বিশেষে মানুষ অংশ নেয়। কোনো ভেদাভেদ ছিলো না।

২৪ এও সবাই মিলে নেমেছে। রিকশাচালক, ভ্যান চালক থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবাই আন্দোলন করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে মঞ্চে উঠেন তারেক রহমান। এসময় সঙ্গে সঙ্গে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান।

তারেক রহমান ১০টা ৩৪ মিনিট থেকে তিনি বক্তব্য শুরু করে ১৯ মিনিট বক্তব্য দেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছিল জনসভা চতুর্থ জনসভা।

তারেক রহমান বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে।

অতীতে আমরা দেখি অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এর একটারও বিচার হয় নাই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কীভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে।

আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল সেটা করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে তাহাজ্জদের নামাজ আদায় করতে হবে। ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যেতে হবে।

তিনি আরো বলেন, আমরা কৃষি কার্ড করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। ইমাম-মুয়াজ্জিনদের বেতন দিতে চাই। আমরাসহ জোটের যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে ভোট দিতে হবে।

তারেক রহমান আরো বলেন, অতীতে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বলার অধিকার ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে আমরা এর জবাব দিতে চাই। এজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির মনোনীত জোট প্রার্থীদের নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি হিসেবে ধানের শীষের যত ভাইয়েরা আছে এই মানুষগুলো আন্দোলনে ছিল, দেশের গণতান্ত্রিক রাজপথে ছিল।

তাদের জিতিয়ে আনতে হবে। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক হবে, স্কুল মেরামত হবে। তা ছাড়া তরুণ সমাজ যে বেকার রয়ে গেছে। ধানের শীষ সরকার গঠন করলে তাদের ট্রেনিং দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান বক্তব্য দেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও জনসভায় বক্তব্য রাখেন।

এর আগে, সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন। জেলার ৯ উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হন। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করেন।

পিএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রমজানে মসজিদের বাহিরে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদির Jan 23, 2026
img
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র Jan 23, 2026
img
হৃতিকের রহস্যময় অনুরোধ, দুশ্চিন্তায় অনুরাগীরা Jan 23, 2026
img
রুশ তেলবাহী জাহাজ আটক করল ফ্রান্স, নাবিকেরা ভারতীয় Jan 23, 2026
img
ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে: তারেক রহমান Jan 23, 2026
img
জুলাই-পরবর্তী কার্যক্রম দেখে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের Jan 23, 2026
img

নরসিংদীতে তারেক রহমান

করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ Jan 23, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 23, 2026
img
সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন Jan 23, 2026
img
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর Jan 23, 2026
img
সেরা হওয়া সত্ত্বেও অস্কার ট্রফিতে আগ্রহ নেই হলিউড অভিনেত্রীর Jan 23, 2026
img
বুকে চাদর জড়িয়ে শীতের সকালে রোদ স্নান! Jan 23, 2026
img
জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২ Jan 23, 2026
img
জান্নাতের টিকিটের নামে ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে : কামরুল হুদা Jan 23, 2026
img
৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান Jan 23, 2026
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান Jan 23, 2026
img
প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি : মির্জা ফখরুল Jan 23, 2026
img
গাজা ‘বোর্ড অব পিস’-এর আনুষ্ঠানিক যাত্রা, সনদে ট্রাম্পের সই Jan 23, 2026
img
রাতে হঠাৎ জামায়াত আমিরের ফেসবুক পোস্ট Jan 23, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের শঙ্কা জিএম কাদেরের Jan 23, 2026