রিয়াল সোসিয়েদাদের মাঠে হারের তিন দিন পর, আরেক মঞ্চে স্লাভিয়া প্রাহার বিপক্ষে শুরুতেই গোল হজমের ধাক্কা লাগে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় জয় পাওয়ায় বার্সেলোনার খুশির মাত্রাও বেশি হওয়ার কথা। কিন্তু পেদ্রির চোটে শেষ পর্যন্ত দুর্ভাবনা ভর করেছে কাতালান ক্লাবটিতে।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা।
ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ফের্মিন লোপেস। একটু পরই রবের্ত লেভানদোভস্কির আত্মঘাতী গোলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে অবশ্য প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি সফরকারীরা। দানি ওলমো দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান লেভানদোভস্কি।
৬১তম মিনিটে পেদ্রি চোট পেয়ে মাঠ ছাড়ায় তার বদলি নেমেছিলেন ওলমো। দারুণ গোল করে সতীর্থের শূন্যতাও মাঠে বুঝতে দেননি তিনি। তবে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রির চোটের অবস্থা গুরুতর হলে দলের জন্য তা অবশ্যই বড় দুশ্চিন্তার কারণ হবে।
ম্যাচের পর পেদ্রির চোট প্রসঙ্গে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বললেন, এটা দলের জন্য ভালো খবর নয়। “তার চোট আসলে কতটা গুরুতর, আমি জানি না। তবে সমস্যাটা হ্যামস্ট্রিংয়ে। যা হওয়ার, হয়েছে। কখনও কখনও এসব ঘটে। আমি জানি না তাকে কতদিন বাইরে থাকতে হবে। এটা ভালো খবর নয়। দেখা যাক কী হয়।”
বার্সেলোনায় ফিরে বৃহস্পতিবার পেদ্রির চোটের অবস্থা পরীক্ষা করা হবে।
ক্যারিয়ারের শুরুতে অনেকবার চোটে পড়েছেন ২৩ বছর বয়সী পেদ্রি। তবে ২০২৪ সালে ফ্লিক কোচ হয়ে আসার পর, বড় সময়ের জন্য কখনও ছিটকে পড়তে হয়নি এই স্প্যানিশ মিডফিল্ডারকে।
প্রাহাকে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছে বার্সেলোনা।
সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। তাদের ওপরের তিন দল ও নিচের চার দলেরও সমান ১৩ পয়েন্ট করে।প্রথম পর্বে বাকি আর এক রাউন্ড।
৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের সঙ্গে জায়গা করে নিতে।
এমআর/টিএ