নোভাক জোকোভিচকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারলেন না বাছাই পেরিয়ে আসা ফ্রান্সেসকো মায়েসত্রেল্লি। সরাসরি সেটের জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন সার্ব তারকা।
রড লেভার অ্যারেনায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ১৪১তম র্যাঙ্কধারী প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি জোকোভিচ। সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ৬-৩, ৬-২, ৬-২ গেমে জয় পান এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অভিযানে এবার শুরুটাও বেশ ভালো হলো জোকোভিচের।
প্রথম রাউন্ডে গত সোমবার স্পেনের পেদ্রো মার্তিনেসের বিপক্ষেও একই স্কোরলাইনে জিতেছিলেন জোকোভিচ। ২০২৩ সালের পর এই প্রথম মেলবোর্ন পার্কে প্রথম দুই রাউন্ডে কোনো সেট হারলেন না ৩৮ বছর বয়সী খেলোয়াড়।
তবে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে শক্তি সঞ্চয় করতে হবে ৩৮ বছর বয়সী জোকোভিচকে, সেটা তিনি ভালো করেই জানেন। কারণ টুর্নামেন্ট যত এগোবে, ততই কঠিন পরীক্ষা সামনে আসবে। এই বয়সে অল্প সময়ে এতগুলো ম্যাচ ভীষণ কঠিন চ্যালেঞ্জ। গত বছর এজন্য খুবই ভুগতে হয়েছিল তাকে।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের গত আসরে, সেমি-ফাইনালের মাঝপথ থেকে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন জোকোভিচ। উইম্বলডন ও ইউএস ওপেনেও চোট সমস্যা বেশ ভুগিয়েছিল তাকে।
এসএস/এসএন