দেবলীনা নন্দীকে এবার একাধিক ভূমিকায় দেখা যাবে, গান গাইবেন এবং অভিনয়ও করবেন মহুয়া রায়চৌধুরীর জীবনীছবিতে। বিশেষত তিনি প্রয়াত অভিনেত্রীর দিদির চরিত্রে অভিনয় করবেন এবং তাঁর মুখের আদল ও কণ্ঠের মাধুর্য ফুটিয়ে তুলবেন।
ছবিতে ছোটপর্দার নায়িকা অঙ্কিতা মল্লিক মহুয়ার তরুণী বয়সের চরিত্রে থাকবেন, আর দেবলীনা পরবর্তী সময়ে জীবনের নানা চ্যালেঞ্জ ও সংগ্রামের সময়কালের অংশে অবতীর্ণ হবেন। দেবলীনার সঙ্গে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে প্রযোজক মনে করছেন, তাঁর জীবনের অভিজ্ঞতা ও আগের অভিনয় অভিজ্ঞতা মহুয়ার যন্ত্রণা ও আবেগ ফুটিয়ে তোলার জন্য যথোপযুক্ত।
পিআর/টিএ