আজ জন্মদিন অভিনেত্রী রিচি সোলায়মানের। ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পী এক সময় ছোট পর্দার দর্শকদের কাছে ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। রিচি সোলায়মান বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম. এম. সোলায়মান একজন ব্যবসায়ী। তিনি সেন্ট জুড বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষাগ্রহণের পর পর তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেন।অভিনয়ের আগে তাঁর শিল্পীজীবনের শুরু হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে। নাচের মাধ্যমেই শৈল্পিক জগতে পা রাখেন রিচি, ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেন অভিনয়ের জন্য।
উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’-তে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। সেই নাটকই রিচি সোলায়মানকে পরিচিত করে তোলে ঘরে ঘরে। পরবর্তীতে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। সংবেদনশীল চরিত্র থেকে শুরু করে দৃঢ় ব্যক্তিত্বের নানা রূপে তাঁকে দেখা গেছে। সাবলীল অভিনয় ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল তাঁর বড় শক্তি।
অভিনয়ের পাশাপাশি সৃজনশীলতার অন্য দিকেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন রিচি। তিনি বেশ কয়েকটি নাটক লিখেছেন, এমনকি প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। ক্যামেরার সামনে যেমন স্বচ্ছন্দ ছিলেন, তেমনি ক্যামেরার পেছনেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সেই সময়ের টেলিভিশন নাটকের জগতে বহুমাত্রিক শিল্পী হিসেবে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী। এক সময়ের ব্যস্ত রিচিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না। তবু তাঁর অভিনীত নাটক ও চরিত্রগুলো আজও দর্শকের স্মৃতিতে রয়ে গেছে। জন্মদিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় আবারও আলোচনায় ফিরে এলেন রিচি সোলায়মান।
পিআর/টিএ