নায়ক পরিচয়কে নতুন মাত্রা দিয়েছিলেন তিনি। তাই তো তিনি নায়করাজ। আজ সেই নায়করাজ রাজ্জাকের জন্মদিন। বিশেষ দিনটিতে পরিবার কোনো বড় আয়োজন করছেন না।
অভিনেতার পুত্র সম্রাট জানান, জন্মদিনে তারা কেবল রাজ্জাকের কবর জিয়ারত করবেন। অন্য কোনো অনুষ্ঠান বা জমকালো আয়োজনের দিকে তাদের আগ্রহ নেই। তবে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান। বিকেল ৫টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে নায়করাজকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।
রাজ্জাকের ঢাকার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে তিন শতাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার কাজও করেছেন তিনি। তাঁর অভিনয়শৈলী এবং চরিত্রায়নের অনন্য ধরন তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতে ‘নায়করাজ’ খেতাব এনে দেয়।
আজকের দিনে বিশেষ অনুষ্ঠান না হলেও চলচ্চিত্র প্রেমীদের মনে নায়করাজ রাজ্জাকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অম্লান থাকবেই।
এমকে/টিএ