বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এতে জাতিসংঘের অন্যতম বৃহৎ দাতা সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তে আর কাজ করছে না যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। সেসময় ট্রাম্প ডব্লিউএইচও এর কোভিড মহামারীর সময় চীন-কেন্দ্রিক ভূমিকার সমালোচনা করেন।