কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
আলহাজ্ব আবু তাহের মিয়া।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত চারটায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তার বয়স হয়েছিল ৮৩।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ এশা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে শহরের বয়লা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এসকে/টিকে