অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের পেসাররা রীতিমতো আগুন ঝরালেন! তাতে পুড়ে ছাই লঙ্কান ব্যাটিং অর্ডার। যুব বিশ্বকাপের ম্যাচে অজিদের সামনে ৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ছোট লক্ষ্য তাড়ায় ২২৮ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৫৮ রান করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ১২ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
৫৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইল মালাজুককে হারায় অস্ট্রেলিয়া। তবে বাকিটা পথ সহজেই পাড়ি দিয়েছেন নিতেশ স্যামুয়েল ও স্টিভেন হুগান। ৪০ বলে অপরাজিত ১৯ রান করেছেন স্যামুয়েল। আর ২৭ বলে ২৮ রান করেছেন হুগান।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। অজি পেসারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি লঙ্কানরা। দুই অঙ্কে পৌঁছার আগেই ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৮ তেই আটকে যায় লঙ্কানরা। অজিদের হয়ে উইল বয়রম একাই নিয়েছেন ৫ উইকেট।
আরআই/টিকে