বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়, তিনি এবার সৌন্দর্যের এক গভীর ও বাস্তবমুখী সংজ্ঞা দিলেন। তাঁর মতে, মানুষ হিসেবে আমাদের ত্রুটি বা অপূর্ণতাই আমাদের একে অপরের চেয়ে আলাদা ও সুন্দর করে তোলে।
ঐশ্বরিয়া বলেন, "কেউ নিখুঁত নয়, সবাই আলাদা, এটাই আমাদের সৌন্দর্য। তাই নিজেকে স্বীকার করে নিজের পথ তৈরির সাহস রাখুন।"
অন্যের মতো নিখুঁত হওয়ার চেষ্টা না করে নিজের স্বকীয়তা বা ভিন্নতাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের দোষ-গুণ সবটুকু মেনে নিয়ে নিজের রাস্তা নিজেই তৈরি করার এই আত্মবিশ্বাসী বার্তাই ভক্তদের অনুপ্রাণিত করেছে।
কেএন/টিকে