ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনের আগের দিন থেকে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্র পাহারা ও সতর্ক থাকতে ভোটারদের আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁওয়ে নির্বাচনী জনসভার মাধ্যমে তিনি তার প্রচারণা কার্যক্রম শুরু করেন।
পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কোনভাবেই হারাতে দেওয়া যাবে না।’
তাই আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা জানান, তার বাবা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘কেউ যেন ভোট চুরি করতে না পারে। তাই প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকতে হবে। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ কে নিশ্চিত করবে। তাই বহু বছর পর নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে সুযোগ তা কোনভাবেই হারাতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।
রুমিন ফারহানা বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর চললেও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের অবহেলিত জনপদ গুলোর আজও কোনো উন্নয়ন হয়নি।’
তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন। প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত এ জনপদকে উন্নয়ন করার।
অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী-সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ