মুম্বাইয়ের রুপালি দুনিয়ায় আজ তিনি এক অদম্য নাম। কিন্তু এই উচ্চতার পেছনে লুকিয়ে আছে অনিশ্চয়তা, সংগ্রাম আর বিকল্প জীবনের প্রস্তুতি। নিজের জীবনের শুরুর দিনের সেই অজানা লড়াইয়ের কথা আবারও স্মরণ করালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমিতাভ বচ্চন জানান, অভিনয়ের টানে যখন প্রথম মুম্বাইয়ে পা রাখেন, তখন সিনেমায় কাজ পাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। স্বপ্ন ছিল বড়, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। তাই অভিনয়ের পাশাপাশি তিনি নিজের জন্য একটি বিকল্প পথও ভেবে রেখেছিলেন। সেই সময় ড্রাইভিং লাইসেন্সটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন মুম্বাইয়ে। ভেবেছিলেন, যদি সিনেমায় সুযোগ না মেলে, অন্তত ট্যাক্সি চালিয়ে জীবন চালিয়ে নেওয়া যাবে।
অমিতাভ বচ্চনের ভাষ্যে উঠে এসেছে, ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। ছোট ছোট সুযোগের মধ্য দিয়েই তাঁর কাজের পথ খুলতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংগ্রামী অভিনেতাই হয়ে ওঠেন ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম প্রভাবশালী তারকা। তাঁর এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দেয়, আজকের সাফল্যের আড়ালে কতটা অনিশ্চয়তা আর সাহস লুকিয়ে থাকে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের মন জয় করা অমিতাভ বচ্চনের এই বক্তব্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এক অনুপ্রেরণার গল্প। স্বপ্নের শহরে টিকে থাকার লড়াই যে শুধু প্রতিভার নয়, প্রস্তুতি আর মানসিক দৃঢ়তারও, সেটিই যেন স্পষ্ট করে তুলে ধরলেন তিনি।
পিআর/এসএন