এক সময় বলিউডের জনপ্রিয় মুখ ছিলেন রিমি সেন। বড় বাজেটের ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়লেও ধীরে ধীরে রুপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। অভিনয় জগৎ ছেড়ে এবার সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়ায় মন দিয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন রিমি এবং সেখানে বহুতল নির্মাণ ও সম্পত্তি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নতুন পথ খোঁজার কথা শোনা যাচ্ছিল রিমির বিষয়ে। অবশেষে জানা গেল, বিদেশে গিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের ব্যবসায়িক পরিচয়। তবে রিমিই একমাত্র নন, যিনি বলিউড ছেড়ে বা অভিনয়ের পাশাপাশি সম্পত্তি ব্যবসায় নিজেকে যুক্ত করেছেন। এই তালিকায় রয়েছে আরও একাধিক পরিচিত তারকার নাম।
এক সময় শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত ছিলেন বিবেক ওবেরয়। কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয়ের পর ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। বর্তমানে অভিনয়ের চেয়ে তাঁর মূল মনোযোগ সম্পত্তি ব্যবসায়। খুব কম কাজেই এখন তাঁকে পর্দায় দেখা যায়, তবে ব্যবসায়ী হিসেবে তিনি বেশ সক্রিয়।
সুনীল শেট্টীও এই দলে অন্যতম পরিচিত নাম। এক সময়ে একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করা এই অভিনেতা দুই হাজার আট সালের পর থেকেই বহুতল নির্মাণের সঙ্গে যুক্ত হন। খান্ডালা, লোনাভালা ও গোয়ায় তাঁর তৈরি একাধিক আবাসন প্রকল্প রয়েছে। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে তিনি ব্যবসার দিকেই বেশি নজর দিয়েছেন।
অভিনেতা ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীও সম্প্রতি সম্পত্তি ব্যবসার জগতে পা রেখেছেন। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একটি পুরনো আবাসন নতুন করে নির্মাণ করে আলোচনায় এসেছেন তিনি। পরিবারিক সম্পর্কের বাইরে নিজের উদ্যোগেই এই ব্যবসায় নাম লিখিয়েছেন অতুল।
এ ছাড়াও বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা সরাসরি নির্মাণ ব্যবসা না করলেও নিয়মিত সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন। অভিষেক বচ্চন গত কয়েক বছরে একাধিক আবাসনে বিনিয়োগ করেছেন। অক্ষয় কুমারও এই ক্ষেত্রে বেশ সক্রিয়। জানা গেছে, এক বছরে তিনি বিপুল অঙ্কের সম্পত্তি কেনাবেচা করেছেন। একই ভাবে জিতেন্দ্র ও তুষার কপূরও নিয়মিত এই জগতের সঙ্গে যুক্ত থাকছেন।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরার আলো থেকে দূরে সরে গিয়ে অনেক তারকাই এখন স্থায়ী ভবিষ্যতের জন্য ব্যবসায়িক পথে হাঁটছেন। অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার এই প্রবণতা বলিউডে ক্রমেই বাড়ছে।
পিআর/টিএ