বলিউড তারকা আমির খানের কন্যা আইরা খান সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। মুম্বাই ম্যারাথনে যোগ দেওয়ার সময় এক বিনিয়োগকারী তাঁর শরীরের গঠন ও পোশাক নিয়ে তির্যক মন্তব্য করেন। এ বিষয়টি নিয়ে সরব হন ছোটপর্দার অভিনেতা অভিনব শুক্লা, যিনি আইরার পাশে দাঁড়িয়ে সমাজের এমন মানসিকতার বিরুদ্ধেও কথা বলেন।
ম্যারাথনে আইরার পরনে ছিল কালো শর্টস ও সাদা ভেস্ট। অনেকেই মনে করেছিলেন, পোশাকের কারণে আলোচনা হচ্ছে, কিন্তু আসল অভিযোগ ছিল শরীরের গঠন নিয়ে। অভিনব শুক্লা এই মন্তব্যকে একেবারেই অযৌক্তিক হিসেবে দেখেছেন। তিনি বলেন, “আইরা একমাত্র তারকাসন্তান, যাকে মাটির মানুষ বলা যায়। ওঁর মধ্যে কোনও নাকউঁচু ভাব নেই, নাটক নেই। সাধারণ বাচ্চাদের মতো পোশাক পরেই রিক্সায় যাতায়াত করে। যে কেউ কী পোশাক পরবেন, তা ব্যক্তিগত বিষয়।”
আইরা নিজেও অতিরিক্ত ওজন নিয়ে আগে মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। তিনি জানিয়েছেন, এক সময়ে আয়নার দিকে তাকাতেই তার মন কষে উঠত। সেই সময় তাকে নিয়ে চিকিৎসার জন্য জার্মানি গিয়েছিলেন আমির। তবে বর্তমানে আইরা সক্রিয়ভাবে জীবনযাপন করছেন এবং নিজের স্বাভাবিকতা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করছেন।
এই ঘটনা আবারো দেখালো, বলিউডের তারকা সন্তানদেরও সাধারণ মানুষের মতো মানসিক চাপ ও সমালোচনার মুখোমুখি হতে হয়। আর তাদের পাশে দাঁড়ানো মানুষ যেমন অভিনব শুক্লার মতো, সেটি অনুপ্রেরণার বিষয় হয়ে ওঠে।
পিআর/টিএ