বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা ভাগ করেছেন। বেশ কিছু বছর আগের এক ঘটনাই আজও তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল যে, একটি ফর্সা ছেলেটি প্রতিদিন নায়িকাকে শুটিংয়ে পৌঁছে দিচ্ছে। কোনও সত্যতা যাচাই ছাড়াই এই খবর ছড়িয়ে পড়ায় রবিনা নিজেও যথেষ্ট অসম্মানিত বোধ করেন। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে, তাঁর মা-বাবা খাওয়াদাওয়া বন্ধ করে দেন। রবিনা বলেন, “রাতের পর রাত ঘুমোতে পারিনি আমি। নিজের ভাইকে পর্যন্ত কেউ প্রেমিক ভেবে নিয়েছিল।”
এটি শুধু একমাত্র ঘটনা নয়। বলিপাড়ার নানা গসিপ এবং অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন কানাঘুষো, ছবির সেটে একসাথে কাজ করার পরও নায়িকাকে নানাভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। কারিশ্মা কাপূরের সঙ্গে সংক্রান্ত পরিস্থিতির কারণেও ইন্ডাস্ট্রির ভিতরে আলোচনা চলেছিল। যদিও অজয় কখনও প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। এই অভিজ্ঞতা রাভিনা ট্যান্ডনের জন্য শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, তবে তিনি সব পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করেছেন।
পিআর/টিএ