এই জয়ের ফলে গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে সুপার সিক্সে গেল বাংলাদেশ। অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে টাইগ্রেসরা।
আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ড নারী দলকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। দারুণ এই জয়ের ফলে গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৪টিতেই জিতলো বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত থেকে সুপার সিক্সে যাচ্ছে বাঘিনীরা। ৯ রানে জিতেছে বাংলাদেশ।
মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিং জুটিতে দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস মিলে তোলেন ১৩ রান। ১০ বলে ১১ রান তোলেন জুয়াইরিয়া। আরেক ওপেনার দিলারা খেলেছেন ২৭ বলে ৩৫ রানের ইনিংস।
তিনে নামা শারমিন আক্তার সুপ্তা এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। দলের চাহিদা মিটিয়ে তুলেছেন রান। হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। ৪৫ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শারমিন। বাকিদের মধ্যে ১৩ বলে ১৩ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি। ১৬ বলে ৩০ রানের ক্যামিও খেলেন সোবহানা মোস্তারী। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল।
আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আরলেনে কেলি এবং জানে ম্যাগুয়ের।
জবাব দিতে নেমে শুরুটা ভালোই করে আয়ারল্যান্ড। ১৯ বলে ২৫ রান করা আমি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর দলের হাল ধরেন গ্যাবি লুইস এবং ওরলা প্রেন্ডারগাস্ট। বেশি একটা সুবিধা করতে পারেননি প্রেন্ডারগাস্ট। তবে লুইস এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। ১২ বলে ১২ রান করে প্রেন্ডারগাস্ট থামেন দলের ৭১ রানের মাথাতে। লুইস এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। তুলে নেন দারুণ এক ফিফটি।
ফিফটির পরেও এগিয়েছেন লুইস। লিয়াহ পল ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর লুইসের সাথে যোগ দেন লরা ডিলানি। দলের ১১৭ রানের মাথাতে রানআউট হয়েছেন ডিলানি। পরে ৫৮ বলে ৭৩ রান করে থামেন লুইস, তাকে ফেরান রাবেয়া খান। ২০ ওভার শেষে ১৪৪ রানে গিয়ে থামে আইরিশদের ইনিংস। বাংলাদেশ তুলে নেয় ৯ রানের জয়।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার। ১ উইকেট নেন রাবেয়া খান।
আরআই/টিকে