নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে জামায়াত ইসলামী আয়োজিত এই সভায় তিনি দাবি করেন, ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের প্রতীক ‘দাঁড়িপাল্লাকে’ জয়যুক্ত করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব।
ব্যারিস্টার শাহরিয়ার কবির তাঁর বক্তব্যে আধ্যাত্মিক ও রাজনৈতিক যুক্তির মিশেলে ভোটারদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ভোট একটি পবিত্র আমানত এবং পরকালে এই আমানতের হিসাব দিতে হবে। কবরে যেন আল্লাহর কাছে বুক ফুলিয়ে বলা যায় যে দ্বীন কায়েমের লক্ষ্যে আমানত রক্ষা করা হয়েছে, সেই চিন্তা থেকেই ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি। শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন যে, কোনো পার্থিব নেতা জান্নাতে নিয়ে যেতে পারবেন না, বরং আল্লাহর সন্তুষ্টির পথেই মুক্তি নিহিত।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বিএনপি’র কড়া সমালোচনা করে বলেন, বর্তমানের বিএনপি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার আমলের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো চাঁদাবাজ, চোরাকারবারি বা অসৎ লোকের স্থান হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। জামায়াত আমিরের বরাতে তিনি কর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচিত হওয়ার পর কেউ আমানত খেয়ানত করলে দল কঠোরতম ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আ স ম সায়েমসহ স্থানীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের ভোট চুরির বিরুদ্ধে সজাগ থাকার এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।
এবি/টিএ