নোয়াখালী হাতিয়ায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ এর হাতে হাত রেখে এসব নেতাকর্মী আনুষ্টানিক ভাবে এনসিপিতে যোগ দেন।
এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি মো: মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেল সভাপতি সম্রাট আকবর হোসেন সহ ১৭ জন নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে যোগ দেওয়া নেতাদের মধ্যে বর্তমান কমিটির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কেউ ছিল না।
এই উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, সন্ত্রাস ও চাদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা বিচ্চিন্ন ভাবে অনেককে নিয়ে নিয়েছি। আনুষ্ঠানিক ভাবে আজ থেকে আমাদের প্রতিদিন যোগদান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করলো। সবাইকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলবো।
এবি/টিকে