বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘জামায়াতে ইসলামী বলতে চায় তারাই শুধু ইসলাম পালন করে আর কেউ ইসলাম পালন করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেখা গেল বাংলাদেশে তার কোনো জমি নাই, ব্যাংকে কোনো টাকা নাই, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। এর চেয়ে বড় ইসলাম প্রেমিক কে হতে পারে। সুতরাং বিএনপি ইসলামের দল।
জিয়াউর রহমান ছিলেন খোলাফায়ের রাশেদিনের মতো সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।’
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ‘জামায়াতে ইসলামীর নামের সাথে ইসলাম আছে, কিন্তু তাদের মধ্যে আমরা কোনো ইসলাম খুঁজে পাই না। তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝায় দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে চলে যাবে।
তাদের এ মিথ্যা প্রচার স্বভাবজাত।’
মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘১৯৪৭ সালে ভারত থেকে দেশ ভাগের সময় সব মুসলমান পকিস্তান চেয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী অখণ্ড ভারত চেয়েছে। আবার ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধেও তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।’
লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম অ্যাড. সালাউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মেম্বার, ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাসুদ খান প্রমুখ।
আরআই/টিকে