ভারতীয় অ্যাকশন ছবির মানচিত্রে নতুন উচ্চতা ছোঁয়ার প্রস্তুতি নিচ্ছে ‘সরদার টু’। ২০২২ সালে মুক্তি পাওয়া গুপ্তচরধর্মী ছবি ‘সরদার’-এর এই সিক্যুয়েলে দর্শকের জন্য থাকছে আরও বড় পরিসরের অ্যাকশন, রাজনৈতিক টানাপোড়েন আর আবেগের গভীর সংঘাত। ছবির সবচেয়ে আলোচিত আকর্ষণ হিসেবে উঠে আসছে আকাশপথে সংঘটিত এক রুদ্ধশ্বাস লড়াই, যেখানে মুখোমুখি হচ্ছেন কার্তি ও মালবিকা মোহনন।
পরিচালক পি এস মিত্রনের হাতে তৈরি এই ছবিতে শুধু দ্রুতগতির ধাওয়া নয়, গল্পের ভেতরে যুক্ত হয়েছে আরও তীক্ষ্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। কার্তি ও মালবিকার মধ্যকার লড়াইয়ের দৃশ্যটি তৈরি হয়েছে দীর্ঘ প্রশিক্ষণ ও বাস্তবধর্মী কৌশলের মাধ্যমে। নির্মাতাদের দাবি, এই দৃশ্য কেবল চোখধাঁধানো অ্যাকশন নয়, গল্পের গতি ও আবেগকে আরও তীব্র করে তুলবে।
ছবিতে কার্তিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, যা আগের ছবির মতোই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে মালবিকা মোহননের শক্তিশালী উপস্থিতি ছবির অ্যাকশন আবহে নতুন মাত্রা যোগ করেছে। তাঁদের সঙ্গে রয়েছেন রাজিশা বিজয়ন, এস জে সূর্য, আশিকা রঙ্গনাথ ও যোগী বাবু। অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে এক ভারী ও বৈচিত্র্যময় দল।
প্রযুক্তিগত দিক থেকেও ‘সরদার টু’ বেশ যত্নশীল। সংগীত পরিচালনায় সাম সি এস এবং চিত্রগ্রহণে জর্জ সি উইলিয়ামস ছবির দৃশ্য ও আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে কাজ করছেন। সব মিলিয়ে নির্মাতারা ইঙ্গিত দিচ্ছেন, ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পেতে যাওয়া এই ছবি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ব্লকবাস্টার। অ্যাকশন, রাজনীতি ও আবেগের মেলবন্ধনে ‘সরদার টু’ যে বড় চমক দিতে চলেছে, সে ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট।
টিজে/টিএ