জয়া আহসান মানেই পর্দায় সৌন্দর্য, অভিনয়ে সংযম আর বাস্তব জীবনে একেবারে স্বাভাবিক সরলতা। তবে এবার সেই অভিনেত্রীকে ঘিরে এক মজার অভিজ্ঞতার কথা শোনালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আড্ডার ছলে প্রসেনজিৎ বলেন, ‘জয়ার একটা অদ্ভুত দিক আছে। ও কোনো দিনই মোটা হবে না’—এই কথা বলতে গিয়েই তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি।
কারণ জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকে দেখেছেন তিনি।
বহু আগেই প্রসেনজিৎকে মনে নিয়েছেন জয়া আহসান
প্রসেনজিতের ভাষ্য, জয়া রসগোল্লা ভীষণ ভালোবাসে। সুযোগ পেলেই খায়। অথচ আশ্চর্যের বিষয় হলো—এত কিছু খেয়েও তার শরীরে এক ফোঁটা ফ্যাটও জমে না।
প্রকৃতি যেন তাকে আলাদা করে গড়ে তুলেছে!
হাসতে হাসতে প্রসেনজিৎ আরো বলেন, ‘আমি তো একদিন ওকে বলেই ফেললাম—তুই তো আসন করিস না, এক্সারসাইজ করিস না!’
জবাবে জয়ার উত্তর ছিল, ‘আমার কিছু হয় না।’ এই সরল অথচ আত্মবিশ্বাসী জবাব শুনে আরো অবাক হয়ে যান প্রসেনজিৎ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা
এসএন