সম্প্রতি ভারতে নিরাপত্তাজনিত কারণে খেলতে না যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এর পরই খেলার সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা নিয়ে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস।
বিশ্বকাপের এক প্রচারণামূলক ইভেন্টে রোডস বলেন, ‘আমি বলতে চাচ্ছি, খেলাধুলাকে রাজনীতি থেকে আপনি দূরে রাখার বিষয়ে হয়তো আপনি সব সময় ভাবেন… কিন্তু দুঃখজনকভাবে, আপনি রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা করতে পারবেন না।’
বাংলাদেশের বিশ্বকাপে না খেলার পেছনে অনেকে দেখছেন এই রাজনীতিকেই।
আওয়ামী সরকারের পতনের পর গত বছর বাংলাদেশ সফর স্থগিত করেছিল ভারত। এরপর চলতি বছরে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড।
এর পরই পর আলোচনায় আসে পুরো বাংলাদেশ দল, সমর্থক, সংবাদকর্মীদের নিরাপত্তার কথা। তখন নিরাপত্তা নেই জানিয়ে দলকে ভারত সফরে যেতে নিষেধ করে বাংলাদেশ সরকার।
নির্দেশনা মেনে আইসিসিকে বিকল্প ভেন্যুর বিষয়ে চিঠিও দেয় বিসিবি। তবে বাংলাদেশের আবেদন আমলে না নিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করে আইসিসি।
এমআই/এসএন